রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চারজন নিহত


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ১৬:৫২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৯:২০

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এতে নিহত হয়েছেন ৪ জন। স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে।

কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানায়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top