রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


টিকা নিলেই পাওয়া যাবে ১০০ ডলার!


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ২০:৩৮

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৬

২০২০ সালে বেশ কঠিন সময় পার করেছে বিশ্ববাসী। তবে ২০২১ সালেও করোনা থাকলেও কমেছে ভীতি। আবিষ্কার হয়েছে ভ্যাকসিন। কিন্ত অনেকেই এ টিকা নিতেই ভয় পাচ্ছেন এখনো। ঘোষণা এসেছে টিকা নিলে পাওয়া যাবে ১০০ ডলার। 

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার টিকার জন্য হাহুতাশ করছে, তখন আমেরিকায় ভ্যাকসিনের কোনো অভাব নেই। প্রতিটি রাজ্যের হাতেই যথেষ্ট সংখ্যক টিকা আছে। কিন্তু অনেকেই এখনো টিকা নিতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে নতুন ঘোষণা জো বাইডেনের। টিকা নিলে ১০০ ডলার দেওয়া হবে। খবর: ডয়েচে ভেলে।

আমেরিকায় একটি বড় অংশের মানুষ টিকা নিতে চাইছেন না। টিকা বিরোধী আন্দোলনও হয়েছে দেশে। তারই মধ্যে নতুন করে করোনার প্রকোপ ছড়াতে শুরু করেছে দেশে। ডেল্টা সংস্করণ দ্রুত ছড়াতে শুরু করেছে। ফলে দ্রুত টিকাকরণ শেষ করা দরকার। এই পরিস্থিতিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। জানিয়েছেন, সকলের স্বার্থে টিকার বদলে অর্থের ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, এখনো যারা টিকা নেননি, তারা টিকা নিলেই সরকারের তরফ থেকে ১০০ ডলার দেওয়া হবে। বস্তুত, এর জন্য আলাদা ফান্ডেরও প্রয়োজন হবে না। আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড রিলিফের যে ফান্ড তৈরি করা হয়েছিল, সেখান থেকেই এই অর্থ দেওয়া সম্ভব।

বাইডেন বৃহস্পতিবার বলেছেন, যারা এরমধ্যেই টিকা নিয়ে ফেলেছেন, তারা নিশ্চয় ক্ষুব্ধ হবেন। কিন্তু দেশের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। সকলে টিকা না নিলে করোনা রোখা সম্ভব নয়। স্বাভাবিক জীবনেও ফিরে যাওয়া সম্ভব নয়। ফলে এখনো টিকা নিতে যারা অনিচ্ছুক, তাদের জন্য এই ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

ক্রোগার গ্রসারি চেন আগেই এ ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। সেখানে দেখা গেছে ওই সংস্থা ১০০ ডলার দেওয়ায় টিকা নেওয়ার প্রবণতা ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সেই একই কাজ জাতীয় স্তরে করার ভেবেছেন বাইডেন।

ফেডারেল কর্মচারীদের জন্যও নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। যারা এখনো পর্যন্ত টিকা নেননি, তাদের সপ্তাহে একবার করে টেস্ট করাতে হবে। সর্বক্ষণ মাস্ক পরে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যাতায়াতের ক্ষেত্রে একাধিক নিয়ম এবং নিষেধ মানতে হবে। বাইডেনের ধারণা, এই নিয়মও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে।

পেন্টাগনকেও একই কথা বলেছেন প্রেসিডেন্ট। সেনাবাহিনীতেও সকলে যাতে দ্রুত টিকা নেন, তা দেখতে হবে। পেন্টাগন তার জবাবও দিয়েছে।

সব মিলিয়ে আমেরিকার ৬০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুইটি ডোজ পেয়ে গেছেন। বাকি ৪০ শতাংশ যাতে দ্রুত টিকা নিতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top