রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ভ্যাকসিন নিয়ে ব্যঙ্গ করা যুবকের মৃত্যু হলো করোনায়


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ১৮:২৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:২২

করোনার ভ্যাকসিন নিয়ে করেছিলেন উপহাস। লিখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ব্যক্তি মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাও দীর্ঘ একমাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তি হিলসং মেগাচার্চের সদস্য স্টেফেন হারমন টিকার বিরোধিতায় অত্যন্ত সক্রিয় ছিলেন। ভ্যাকসিন না নেয়ার বিষয়ে ধারাবাহিক রসিকতা করেছিলেন তিনি।

জুনে তার সাত হাজার অনুসারীর উদ্দেশ্যে টুইট করে তিনি বলেছিলেন, “৯৯টি সমস্যা ধরলেও টিকা যেন আরেকটি না হয়।”

লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে নিউমোনিয়া ও কোভিড-১৯ চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি, সেখানেই বুধবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। হাসপাতালে শেষ দিনগুলোতে হারমন রোগ শয্যায় শুয়ে থাকার ছবি পোস্ট করে নিজের বেঁচে থাকার লড়াই তুলে ধরেছিলেন।
বলেছিলেন, “তোমরা সবাই দোয়া কোরো, তারা সত্যি আমাকে টিউবের ভেতরে ঢুকিয়ে ভেন্টিলেটরে রাখতে চায়।” বুধবার শেষ টুইটে হারমন জানান, তিনি ভেন্টিলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। “জানিনা কখন আমি জেগে উঠবো, সবাই দোয়া কোরো,” লেখেন তিনি।

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে থাকলেও হারমন তখনও জানান, তিনি টিকা নেবেন না, তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে। মৃত্যুর আগেও মহামারী ও টিকা নিয়ে রসিকতা করেছিলেন তিনি, মিমস শেয়ার করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে না তার বিশ্বাস বাইবেলে।

হিলসংয়ের প্রতিষ্ঠাতা ব্রায়ান হিউস্টন বৃহস্পতিবার এক টুইটে হারমনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে হিউস্টন তার গির্জার অনুসারীদের চিকিৎসকদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে সম্প্রতি কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই টিকা নেননি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top