বিয়ের আসরে ল্যাপটপে কাজে মগ্ন বর

করোনাকালের বিয়ে অনেক কিছুর নজির স্থাপন করেছে। অবাক করা অনেক ঘটনাও দেখেছেন বরযাত্রীরা। জেল-জরিমানাও হয়েছে বর-কনের। এরমাঝে সামনে এসেছে আরেক ঘটনা। ২০২০ সালে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই জীবনের অংশ হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম। বাড়ির কাজ করতে করতেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ মানে অফিসের কাজে হাত লাগান অনেকে।
তবে এক যুবক নিজের বিয়ের আসরে বসে অফিসের কাজ করে বিয়ের আসরকে ‘ওয়ার্ক ফ্রম ওয়েডিং’ এ বদলে দিয়েছেন বলে নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই সময়কার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে বিয়ের আসরে বসেই গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছেন বর। অতিথি আর পুরোহিত বরের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন।
কাজ শেষে পাশে দাঁড়িয়ে থাকা একজনের হাতে ল্যাপটপ তুলে দেন বর।
এই ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ দিনে কাজ টেনে না আনাই ভালো। কাজের জন্য তো সারাজীবন পড়েই রয়েছে।
যদিও নেটমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বিয়েতে উপস্থিত অতিথিরা জানিয়েছেন করোনার কারণে যারা বিয়েতে উপস্থিত হতে পারেননি তাদের ভিডিও কল দিচ্ছিলেন বর।
আরপি/আআ
বিষয়: জেল-জরিমানা বর-কনে লাপাত্তা ল্যাপটপ
আপনার মূল্যবান মতামত দিন: