রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পদত্যাগ করতে যাচ্ছেন হাইতির প্রধানমন্ত্রী জোসেফ


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ১৬:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৩২

হাইতির প্রধানমন্ত্রী জোসেফ। ফাইল ছবি

হাইতির প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ পদত্যাগ করতে যাচ্ছেন। সোমবার (১৯ জুলাই) দেশটির নির্বাচন বিষয়ক মন্ত্রী এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, আরিয়েল হেনরি’র কাছে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করবেন। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

সপ্তাহের বুধবার হাইতির প্রেসিডেন্ট জোভেলেন ময়িজ নিহত পর পর দেশটির সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন ক্লাউড জোসেফ। তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত সপ্তাহের বুধবার হাইতির রাজধানী পোর্ট অ-প্রিন্সে প্রেসিডেন্ট ময়িজের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল বন্দুকধারী। তাদের গুলিতে প্রাণ হারান হাইতির এই প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

এর পর থেকেই হাইতির রাজনীতিবিদরা সরকারের নিয়ন্ত্রণের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। হত্যাকাণ্ডের একই সপ্তাহে জোসেফের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল আরিয়েল হেনরির। কিন্তু সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি এ ঘটনায় শপথ গ্রহণ করার সুযোগ পাননি। এ সময় জোসেফ ও আরিয়েল দুজনেই নিজেদের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। পরে জোসেফই অন্তবর্তীকালীন সরকারের হাল ধরেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top