স্বামীর হাত ফসকে ৯ তলা থেকে পড়লেন তরুণী

স্বামীর হাত ফসকে ৯ তলার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন এক তরুণী। ভিডিওটি নেটমাধ্যমে ভাইরালও হয়েছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর স্বামীর সঙ্গে ঝগড়ার পর দৌঁড়ে বারান্দার রেলিংয়ে উঠে নিচে ঝাঁপ দেন। তবে স্বামী তার হাত ধরে ফেলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ওই তরুণী বারান্দায় স্বামীর হাত ধরে ঝুলছেন। মুহূর্তের মধ্যে স্বামীর হাত ফসকে নিচে পড়ে যান তিনি।তবে ওই ভবনের বাসিন্দারা তরুণীর ঝুলে থাকার বিষয়টি আগে থেকেই দেখতে পেয়ে নিচে গদি পেতে রেখেছিলেন। সেই গদির ওপর পড়ায় প্রাণে বেঁচে যান তরুণী।
তবে গদি থাকলেও ওই তরুণী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: