এক পাত্রকে মালা পরিয়ে অন্য পাত্রকে বিয়ে

একইদিন অল্প সময়ের ব্যবধানে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির দুইজন পাত্র। এ সময় প্রথম জনকে মালা পড়ান এবং দ্বিতীয় জনকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যান কনে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের ইটা জেলার সিরোঁ গ্রামে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্য আগে- পরে পৃথক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন দুই জন বর। আসার পরপরই প্রথম জনের গলায় মালা পরিয়ে দেন কনে।
এর কিছুক্ষণ পরই বরযাত্রী নিয়ে দ্বিতীয়জন এসে হাজির। তখন ওই পাত্রকে বিয়ে করে তার সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান কনে।
এরপর থেকেই ঝামেলার শুরু। অভিযোগ ওঠে মেয়ে নাবালিকা। প্রথম পক্ষের লোকজন পুলিশকে খবর দিলে বিপাকে পড়ে নবদম্পতির পরিবার। আটক করা হয় সদ্য বিবাহিত বর ও তার পরিবারের সদস্যদের। কনের বাবা-কাকাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা বইছে।
আরপি/এসআর-১০
বিষয়: ভারত উত্তরপ্রদেশ
আপনার মূল্যবান মতামত দিন: