রাজশাহী শনিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৬শে মাঘ ১৪৩১


মিয়ানমার আর্মির হাতে ২৭ পুলিশ অপহৃত


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ০৭:২৮

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৩

ছবি: মিয়ানমার আর্মি

মিয়ানমারের আরাকান আর্মির হাতে ২৭ জন পুলিশ অফিসার অপহৃত হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম জিনহুয়া সংবাদ প্রকাশ করেছে।

জিনহুয়া বলছে, ২৭ পুলিশ ছাড়াও আরও ৩২ জনকে অপহরণ করেছে স্থানীয় আর্মি। যাদের মধ্যে ১৯ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ১২ জন সাধারণ নাগরিক। শনিবার এনিয়ে মোট ৫৯ জন অপহরণের শিকার হয়েছে।

খবরে আরও বলা হয়, অপহৃতরা রাখাইনের সিতুয়ে এলাকা থেকে একটি নৌযানে বুথিডং শহরে যাচ্ছিল। এসময় আরাকান আর্মির একটি স্বশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।

মিয়ানমারের মিলিটারি ট্রু নিউজ ইনফরমেশন টিমের সেক্রেটারি ব্রিগেডিয়ার মেজর জেনারেল ঝৌ মিন তুন বলেন, পুলিশ অফিসাররা যখন অপহরণের শিকার হন তখন তারা ডিউটি ছিলেন না। তারা বর্ডার গার্ডের হেড কোয়ার্টারে যাচ্ছিলেন।

তিনি বলেন, এ জাতীয় কর্মকান্ড স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top