রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রক্তক্ষয়ী সংঘর্ষে ১০০ জনের প্রাণহানি


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৪:০৫

আপডেট:
৭ এপ্রিল ২০২১ ১৫:০১

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রক্তক্ষয়ী এক সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে এ সহিংসতা দেখা গেল।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখনি সহিংসতা তীব্র আকার ধারণ করছে।

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top