রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


তুরস্কে ২,৫০০ বছর আগের ঐশীগ্রন্থ তাওরাত উদ্ধার


প্রকাশিত:
৩১ মার্চ ২০২১ ০২:৩০

আপডেট:
৩১ মার্চ ২০২১ ০২:৩৬

ছবি: সংগৃহীত
চোরাকারবারিদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ।
গত শুক্রবার গ্রন্থটি উদ্ধার করা হয়। তাওরাত গ্রন্থটি সোনালি শিলালিপির। পুলিশ জানিয়েছে, অভিযানের একপর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়।
 
তখন একটি গাড়ি থেকে প্রায় ২ হাজার ৫০০ বছর আগের ঐশীগ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়। ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল।

ঐতিহাসিক এই ঐশীগ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচজনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ।

আল্লাহর নবী হজরত মুসার (আ.) ওপর তাওরাত নাজিল হয়েছিল। হজরত মুসা (আ.) তার ভাই হজরত হারুনকে (আ.) নিয়ে বনি ইসরায়েল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচার করেন।
তবে ইহুদি পুরোহিতরা পরে এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলে। আর ইসলামের নবী হজরত মুহাম্মদ মুস্তফার (সা.) ওপর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মূল তাওরাত গ্রন্থের কার্যকারিতাও শেষ হয়ে যায়।
আরপি / আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

Top