গায়ক বাঘ দেখতে চিড়িয়াখানায় ভিড়!

বাঘের গর্জনের কথা সবার জানা। তবে এবার গান গাওয়া এক বাঘের খোঁজ পাওয়া গেল। গায়ক সেই বাঘটিকে দেখতে ও তার গান শুনতে কৌতূহলী মানুষের ভিড়ও তৈরি হয়েছে। সাইবেরিয়ার শহর বার্নুয়েলের একটি চিড়িয়াখানায় আট মাস বয়সী সেই ব্যাঘ্র শাবককে গর্জন করতে এখনো কেউ শোনেনি। তবে সেটির গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটি ছোট থেকেই ওরকম ডাক ছাড়ে। এখন সেই ডাক আগের থেকে অনেকটাই বেড়েছে। ভিটাস নামের সেই বাঘটিকে দেখতে রোজ দলে দলে মানুষ আসছেন চিড়িয়াখানায়। চিড়িয়াখানার অনেকে বলছেন, শাবকটি তার মাকে ডাকার সময় অদ্ভুত সুর তোলে। সেই ডাক অনেকটা পাখির কলতানের মতো। আবার কিছুটা বন্য বাঁদরের ডাকের মতোও বটে! তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, সেই ডাকে কোনো যন্ত্রণা নেই। বরং আহ্লাদে আটখানা হয়েই শাবকটি ওরকম ডাক ছাড়ে।
সেই শাবকটির ডাক রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, শাবকটির ভোকাল কর্ডের গঠন ঠিকঠাক হয়নি। তাই গর্জনে সমস্যা হচ্ছে।
আরপি/ এসআই-২০
বিষয়: বাঘ বাঘের গর্জন সাইবেরিয়া চিড়িয়াখানা
আপনার মূল্যবান মতামত দিন: