রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


প্রেমিকার জন্য উট চুরি!


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২১ ০২:৫৯

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ০৮:১৯

ছবি: সংগৃহীত

প্রেমিকার জন্মদিনে উপহার দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান ও বিরল প্রজাতির সদ্যোজাত উট চুরির দায়ে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। বৃহস্পতিবার মার্কিন সংবাদসংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) এক প্রতিবেদনে আমিরাতে প্রেমিকার জন্য প্রেমিকের উট চুরির এই তথ্য জানানো হয়।

স্থানীয় দৈনিক দ্য ন্যাশনালের খবরে বলা হয়েছে, আমিরাতের এক খামারি চলতি মাসের শুরুর দিকে সদ্যোজাত একটি উট চুরি যাওয়ার অভিযোগ করেন। পরে দুবাই পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে।

এর কয়েকদিন পর দেশটির একজন নাগরিক পুলিশের কাছে টেলিফোন করে তার খামারের কাছে একটি উট ঘুরে বেড়াচ্ছে বলে জানান। দুবাই পুলিশ বলছে, ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রেমিকার জন্য প্রতিবেশির খামার থেকে বিরল প্রজাতির সদ্যোজাত উটটি চুরির অভিযোগ স্বীকার করেন তিনি। বয়স্ক উট খামার থেকে টেনে নিয়ে যেতে ব্যর্থ হওয়ার পর সদ্যোজাতটি বেছে নেন।

কিন্তু চুরির ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় ওই ব্যক্তি উটটি পাশের একটি খামারের পাশে ছেড়ে দেন। উদ্ধারকৃত উটটি মালিকের কাছে হস্তান্তর করেছে দুবাই পুলিশ। মিথ্যা গল্প সাজানো এবং চুরির দায়ে ওই ব্যক্তি ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক সময় সংযুক্ত আরব আমিরাতের মানুষের দৈনন্দিন জীবন-যাপনের অন্যতম এক অংশ ছিল উট; কিন্তু সেসব দিন অতীত হয়ে গেছে। এখন পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশচুম্বী অট্টালিকার শহরে পরিণত হচ্ছে দেশটি। তারপরও এখনও অনেকে দুধ এবং খাবারের জন্য উট পালন করেন।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top