রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

নাচোল পৌরসভা : একক প্রার্থী দিতে অপারগ আ.লীগ, ৭ প্রার্থীর নাম যাচ্ছে কেন্দ্রে


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২০ ০১:৩৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৫:১১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। এসময় নাচোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে নির্বাচনকে ঘিরে প্রার্থী বাচাইয়ের বর্ধিত সভায় প্রাধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

পরে বর্ধিত সভায় নাচোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে একক প্রার্থীর বিষয়টি উঠে আসে। কিন্তু আলোচনার পরও নেতারা একক প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। বর্ধিত সভায় মেয়র পদে ৭ জন প্রার্থীর নাম উঠে আসে।

প্রার্থীরা হচ্ছেন- পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা যুবলীগের সেক্রেটারি ফারুক আহম্মদ বাবু ও পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ।

বর্ধিত সভার সিদ্বান্ত মোতাবেক কোনো ক্রমিক নম্বর ছাড়াই নাচোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনেরই নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে সে-ই হবে নাচোল পৌরসভা নির্বাচনে নৌকার কান্ডারি।

এ বিষয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু জানান, আমরা বর্ধিত সভায় নাচোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করতে পারিনি। বর্ধিত সভায় যে ৭ জন মেয়র পদে প্রার্থীর নাম এসেছে সেই তাদের নামের তালিকাই কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র যাকে যোগ্য মনে করবে তিনিই পাবেন দলীয় মনোনয়ন।

এর আগে কেন্দ্রের সিদ্বান্ত মোতাবেক পৌর আওয়ামীলীগের সভাপতির নিকট পৌর মেয়র পদে ৭ জন প্রার্থী আবেদন করেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top