সোনামসজিদ স্থলবন্দরের নয়া কমিটির শপথগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত (২০২০-২০২২) কমিটির দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিরা শপথ গ্রহণ করেছেন ।
শনিবার (২১ নভেম্বর) সকালে সোনামসজিদের পর্যটন মোটেলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা হয়। শপথ বাক্য পাঠ করান সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মোবারকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।
অনুষ্ঠানে বক্ত্য রাখেন সি এন্ড এফ এজেন্ট ফয়সাল এন্টারপ্রাইজের প্রোপাইটর আশরাফুল আলম রশিদ, নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান রাজু প্রমুখ।
১১ বছর পর সোনামসজিদ স্থলবন্দরের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ নভেম্বর। নির্বাচনে সভাপতি পদে আ. আওয়াল ও সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন বিজয়ী হন।
আরপি/ এসকে
বিষয়: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট সোনামসজিদ স্থলবন্দরের নয়া কমিটির শপথগ্রহণ
আপনার মূল্যবান মতামত দিন: