রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২

সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২০ ০০:২৭

আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ২৩:৩৬

মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আতিকুর রহমান সুমনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ও সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সামাদ, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টিয়া প্রমুখ।

এ সময় অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মুনিরুল ইসলাম আপেলসহ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির নেতৃবৃন্দ।বক্তারা দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার কওে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top