রাজশাহী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২২:৩৫

আপডেট:
২২ নভেম্বর ২০২০ ০২:২৯

ছবি: সংগৃহিত

শাকিলা জামান সুমি নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বিকালে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাকিলা জামানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি রাজশাহী নগরীর উপশহরের ২ নম্বর সেক্টর এলাকায় স্বামীর সঙ্গে বাস করতেন।

জানা গেছে, শাকিলা জামান হার্টের সমস্যায় ভূগছিলেন। তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর গত দুই মাস যাবত ভারতে তার চিকিৎসা চলছিল। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার হার্টের অপারেশন করা হয়। এরপর এদিন বিকালেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী উম্মে আতিয়া।

এবিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, শাকিলা জামান সুমি সম্মান ও মাস্টার্সে রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিল। সম্মান প্রথম বর্ষেই তার বিয়ে হয়। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। সেখানে তার স্বামী রয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা খোঁজ নেব ও সাধ্যমত সহযোগিতা করবো। তার মৃত্যুতে রাজশাহী কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top