রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


নগরের ২৬ নং ওয়ার্ডে রাজশাহী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২০ ০৩:০৭

আপডেট:
২৪ আগস্ট ২০২০ ০৩:৩৬

নগরের ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) শাখার বৃক্ষরোপণ

রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরের ২৬ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে নগরের ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) শাখার ভদ্রার মোড় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

এ সময় ছাত্রলীগ সভাপতি সিয়াম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত থাকবে। রাজশাহী কলেজ ক্যাম্পাসের পাশা-পাশি আমরা নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছি।

তিনি বলেন, রাজশাহী শহরের বাহিরে নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদ প্রাঙ্গনে আমরা নেতা-কর্মীর মাধ্যমে বৃক্ষরোপণ করেছি। এছাড়া কলেজ ক্যাম্পাসে গঠনমূলক দিক নির্দেশনার পাশা-পাশি সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায়ে তৎপর ছাত্রলীগ।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিলন কুমার সরকার গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রনি , মতিহার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিউক, রাজশাহী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ জুয়েল, যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব, সার্জিল আরিফ রক্তিম, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, সহ সম্পাদক আমিনুল বারি শোভন, শাকিল আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম জাফর, ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ (পশ্চিম) শাখার সভাপতি পলক আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

নগরের ২৬ নং ওয়াড (পূর্ব) শাখার বৃক্ষরোপণ
এর আগে, নগরের ২৬ নং ওয়াড (পূর্ব) শাখার হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করেন রাজশাহী কলেজ ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন নগরের ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ (পূর্ব) শাখার সভাপতি প্রিন্স, ছাত্রলীগ নেতা মেরাজ, শাকিল, রবিন, অভি জামিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

“মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান”–এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় নগরের ২৬ নং ওয়াডের্র পূর্ব এবং পশ্চিম শাখায় বৃক্ষরোপণ করেন রাজশাহী কলেজ ছাত্রলীগ।

 

 আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top