স্থানীয়দের মারধরের ঘটনায় রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ এ্যাডমিনিস্টেশন’র (আইবিএ) চার শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের প্রভাব নেই। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত ক্যাম্পাসে স্থানীয়রা শিক্ষার্থীদের মারধর, ল্যাপটপ কেড়ে নেওয়া, ছিনতাইসহ বিভিন্ন ঘটনা ঘটায়। গতকাল রাতে স্থানীয়রা আমাদের বন্ধুদেরকে মারধর করেছে। এমন ঘটনার ন্যায় বিচার চাই। একইসঙ্গে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন নিরাপত্তা নেই। ফলে অনেক শিক্ষার্থী স্থানীয়দের কাছে নির্যাতিত হয়ে থাকে। আমরা লেখাপড়া করার জন্য এসেছি। নির্যাতিত হওয়ার জন্যে নয়। আমাদের দেখভাল করার দায়িত্ব প্রশাসনের কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ১১টার দিকে বিনোদপুর বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের আইবি’র দুই মেয়েকে তার বন্ধুরা বাসে তুলে দিতে আসে। তারা কাউন্টারের পাশে দাড়িয়ে ছিলেন। এসময় নেশাগ্রস্থ অবস্থায় স্থানীয় কিছু ছেলে তাদের সঙ্গে থাকা বান্ধবীদের নিয়ে বাজে ভাষায় মন্তব্য করতে থাকে।
এর প্রতিবাদ করতে গেলে মেয়েদেরসহ তাদেরকে কিল-ঘুষি মারতে থাকে। এরপর আশেপাশে থাকা কয়েকজন লোক এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তারা সবাই আইবিএ এর প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরপি/ এএস
বিষয়: রাবি মারধর শিক্ষার্থী
আপনার মূল্যবান মতামত দিন: