রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অনলাইন ক্লাসে যাচ্ছে রাবি


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ০০:৪৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:১১

ছবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রাতিষ্ঠানিকভাবে সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং অনুষদ ও ইনস্টিউটসমূহের অধিকর্তা-পরিচালকবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে অনলাইন ক্লাস কবে নাগাদ শুরু হতে যাচ্ছে তা জানানো হয়নি।

এবিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম জানান, আজ উপাচার্যের সাথে অনুষদ ও ইনস্টিউটসমূহের অধিকর্তা এবং পরিচালকবৃন্দের সভায় অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে নাগাদ অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে তা এখনো ‍ঠিক করা হয়নি। আগামী দুদিনের মধ্যে বিভাগীয় সভাপতিদের সাথে বৈঠকের পর অনলাইনে ক্লাস শুরুর তারিখটি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় আগামী ৯ই জুলাই থেকে অনলাইন ক্লাস শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন রাবি উপাচার্য। অনলাইনে ক্লাস পরিচালনায় উদ্ভুত টেকনিক্যাল সমস্যার সমাধানে একটি টেকনিক্যাল কমিটি গঠনের কথাও জানান তিনি।

 

আরপি/আআ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top