রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী কলেজ বাংলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী তামান্না ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ... রাজিউন)।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলেজ সূত্রে জানা গেছে, সে রক্তের হিমোগ্লোবিন হ্রাসজনিত অসুখে ভুগছিলেন। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে রাজশাহী কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: