হোস্টেলে সিট ভাড়া কমানোসহ রাজশাহী কলেজ ছাত্রদলের ৯ দফা দাবি

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের চলমান নানা সমস্যা সমাধানে ৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২৮ এপ্রিল) কলেজ অধ্যক্ষের নিজ কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
স্মারকলিপির ৯ দফা দাবিতে বলা হয়, হোস্টেলের ভর্তি ফিস কমাতে হবে, এককালীন টাকা পরিশোধ করার পরিবর্তে ২/৩ বারে পরিশোধের ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ বিলের টাকা কমাতে হবে, খাবারের মান খুব নিম্নমানের এটি উন্নত করতে হবে, হোস্টেলের রুম ও দেয়ালের ফাটল অনতিবিলম্বে সংস্কার করতে হবে, হোস্টেলের ওয়াশ রুম পরিস্কার ও স্বাস্থ্যসম্মত রাখার ব্যবস্থা করতে হবে, হোস্টেলে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করতে হবে, ছাত্র মনিটরিং কনভেনার দুই মাস অন্তর পরিবর্তন করতে হবে এবং এটি আরো উন্নত করতে হবে। এছাড়াও কলেজ কর্তৃক হোস্টেলের মান উন্নয়নে কি কি পরিবর্তন আনা হবে তার রূপরেখা প্রদান করতে হবে।
এ ব্যাপারে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণে অধ্যক্ষের নিকট স্বারকলিপি প্রদান করেছি। স্বারকলিপিতে মোট ৯ দফা দাবি জানানো হয়েছে। আমরা আশা করছি অধ্যক্ষ আমাদের দাবি পূরণে অতি দ্রুতই পদক্ষেপ নিবেন।
স্মারকলিপি প্রদানকালে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, আবু মুছা, শান্ত , ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জ্বল মিয়া, শাফি, রাহাত, জুবায়ের রুহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়: ছাত্রদল রাজশাহী কলেজ স্মারকলিপি
আপনার মূল্যবান মতামত দিন: