রাজশাহী শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১৩ই শ্রাবণ ১৪৩১


রাজশাহী কলেজ শিক্ষার্থী সিরাজ বাঁচতে চায়


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩ ১৬:২২

আপডেট:
১৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৩

ফাইল ছবি

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম সিরাজ। বাড়ি রাজশাহীর কাটাখালিতে। মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া ছেলেটি দৌঁড়ে বেড়িয়েছেন মানুষের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য। পাশে থেকেছেন সামর্থে্যর মধ্যে সব ধরনের সামজিক কার্যক্রমে।

পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, কালেরকণ্ঠ শুভসংঘসহ কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সহশিক্ষা সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল সিরাজ। অনেকগুলো সংগঠন প্রাণ পেয়েছে সিরাজের হাত ধরেই।

কত কত মানুষের জন্য কত কত কাজ! বন্যা ত্রাণ, শীতে দুস্থ মানুষের কাপড়, অসুস্থ-দুস্থ-অসহায় মানুষের জন্য টাকা সংগ্রহ সবই করেছে অভিযোগহীনভাবে, একান্ত নিজের কাজ মনে করে।

আরও পড়ুন: রাজশাহী কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন

পড়াশোনা শেষে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকুরিও জুটেছিল তার। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই ছেলেটিই সবার সাহায্যপ্রার্থী। কী করুণ প্রকৃতির মনোভাব! সিরাজ আজ মরণব্যাধী ব্রেইন টিউমারে আক্রান্ত। প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে ৭ বার অস্ত্রোপচারের পর টিউমার অপসারণ করা সম্ভব হলেও দিতে হবে কেমো৷ তবে গত দুইবছরে দেশ বিদেশ চিকিৎসা ব্যয়ভারে তার পরিবার ক্লান্ত। অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় থমকে গেছে । দ্রুত চিকিৎসার জন্য এখন অঢেল অর্থের প্রয়োজন।

সিরাজ মানুষের জন্য কাজ করেছে, কলেজের জন্য কাজ করেছে। তবে এখন সময় এসেছে সিরাজের পাশে দাঁড়ানোর। অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত না হোক, কুসুমিত প্রাণ বেঁচে থাক! সুস্থ হয়ে আবার মানুষের জন্য কাজ করুক সিরাজ। পৃথিবীর সকল বাংলাভাষীর কাছে সনির্বন্ধ অনুরোধ, সিরাজকে বাঁচাতে এগিয়ে আসুন! আপনার অংশগ্রহণে বেঁচে যেতে পারে এক সম্ভাবনাময় তরুণ প্রাণ।

সিরাজকে আর্থিক সহযোগিতার করতে নিচের মাধ্যমগুলোতে টাকা পাঠাতে বলা হয়েছে। বিকাশ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ), রকেট- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ), নগদ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ)। 

 

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top