রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


বিদ্যালয়ের গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০২:১৭

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০২:১০

ছবি: সংগৃহিত

খাগড়াছড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবণ দেওয়ান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৬ বছর বয়সী নিহত শ্রাবণ দেওয়ান সদর উপজেলার নারান খাইয়া পাড়ার প্রণয় দেওয়ানের ছেলে ।

বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে স্কুলে আসেন শ্রাবণ। স্কুলে ঢোকার সময় হঠাৎ গেট ভেঙে তার ওপর পড়ে।

এতে মারাত্মকভাবে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম । তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top