দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন অধ্যক্ষকে আরসিআরইউ’র অভিনন্দন

দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে আনন্দ নন্দিত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটি’র (আরসিআরইউ) সদস্যরা। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় অধ্যক্ষের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল হাকিম, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সদস্য বদরুদ্দোজাসহ সহযোগী সদস্যারা। এসময় তারা নতুন অধ্যক্ষের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৭ মাস পদ শূন্য থাকার পর দেশসেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে মনোনিত হয়েছেন।
করোনাকালেও শিক্ষার গুনগত মান ধরে রাখতে অনলাইনে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে আসায় এরই মধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি।
এদিকে প্রফেসর মোহাঃ আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অভিনন্দন জানান।
আরপি/ এমএএইচ
বিষয়: দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) আরসিআরইউ
আপনার মূল্যবান মতামত দিন: