রাজশাহী শুক্রবার, ২৩শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২


রাবিতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে ৭৫টি বৃক্ষরোপণ


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ০৪:০০

আপডেট:
২৩ জানুয়ারী ২০২৬ ০৭:৪৯

ছবি: বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭৫টি বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে এদিন সকাল ৯ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে মোনাজাত করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্য বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাটালিয়ন আয়োজিত কোভিড-১৯ টিকার অনলাইন রেজিস্ট্রেশন কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়াও দিনটি উপলক্ষে রাবি স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম প্রমুখ।

 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top