ছাত্রলীগ নেতা বিপ্লবের আয়োজনে শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লবের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের কামারুজ্জামান ভবনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা. আব্দুল খালেক, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
এসময় অন্যদের মধ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি মো. বিলাস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন ও আইএইচটি কলেজ ছাত্রলীগের সভাপতি আসলাম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১০
আপনার মূল্যবান মতামত দিন: