রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ


প্রকাশিত:
৬ জুন ২০২১ ০৫:১২

আপডেট:
৩ মে ২০২৪ ০০:৪১

ছবি: রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করা হয়। এদিন ২টি করে কুম্ভি ও বান্দর হোলা গাছ রোপণ করা হয়। এছাড়াও ৫টি লটকন গাছ রোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা. আব্দুল খালেক, বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশসহ কলেজের শিক্ষকবৃন্দ। এসময় কলেজ কর্তৃপক্ষকে বিরল প্রজাতীর গাছ উপহার দেন বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ।

উপহার প্রদানকালে তিনি জানান, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নাই। তিনি এসব গাছ নিজের নার্সারিতেই তৈরী করেছেন। এর আগেও তিনি রাজশাহী কলেজে বিরল প্রজাতীর গাছ উপহার দিয়েছেন।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top