জাবিসাস’র নতুন কমিটিকে আরসিআরইউ’র অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। রোববার (১৪মার্চ) সন্ধ্যায় আরসিআরইউ’র সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ নতুন কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, নানা বাধা বিপত্তি উপেক্ষা করে জাবিসাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। সামনের দিনে জাবিসাস সুষ্ঠু সাংবাদিকতা চর্চা বজায় রেখে চলবেন বলে আমাদের বিশ্বাস। এছাড়াও আরসিআরইউ’র সাথে জাবিসাস’র বিদ্যমান সৌহার্দ্যের সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে রোবাবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণের মাধ্যমে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলমকে সভাপতি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আবির আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোতাহার হোসেন। তিনি জানান, নির্বাচনে শুধু কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটগ্রহণ হয়েছে। বাকি কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণ হয়নি।
এদিকে সহসভাপতি পদে দ্য ডেইলি অবজারভারের তারেক আজীজ শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের বেলাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের রুদ্র আজাদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওসমান গনি রাসেল মনোনীত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী পদে স্বাধীনবার্তা টোয়েন্টিফোর ডটকমের মাহবুবা আকবার, দৈনিক ইত্তেফাকের আরিফুজ্জামান উজ্জ্বল ও নিউ এইজের শাহাদাত হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: