রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ২ ফেনসিডিল ব্যবসায়ীর ১৪ বছর জেল


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০১৯ ০৯:০২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০২:৫৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে ১৪ বছরের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আব্দুল মোতালেব মুন্সির ছেলে মোঃ রাকিবুল রাকিব ও নারায়নগঞ্জ জেলার ফুতল্লা উপজেলার রামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, র‌্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২৬ মার্চ জেলার শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চেসিসের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৩ হাজার ৯’শ ৬৫ বোতল ফেন্সিডিলসহ চালক রাকিব এবং চালকের সহকারি মারুফকে আটক করে।

এ ঘটনায় একই দিন র‌্যাব-৫ এর এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ২০১৮ সালের ৩১ মে আদালতে ২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক উপরোক্ত রায়ে প্রদান করেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top