রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় ৪৪০ পিচ ইয়াবাসহ কিশোর আটক


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:২০

রাজশাহীর বাঘায় ৪৪০ পিচ ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে র‌্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২০) দুপুর আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়। সে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গেন্দারপাড়ার মোক্তার আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার মীরগঞ্জের ভানুকর এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন (১৬) নামের এক কিশোরকে ৪৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড ও ০১ টি মেমোরিকার্ড জব্দ করে। মামলা দায়েরের পর রোববার (১৩-০৯-২০) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, কিশোর সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে র‌্যাব।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top