রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ০২:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

গ্রেফতারকৃত কমল হাসান। ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ কমল হাসান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাঘা থানার এসআই আমিনুল, এসআই আতাউর, এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে গরুর গোয়াল ঘরে লুকিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কমল হাসান উপজেলার হরিরামপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, কমল হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top