গোপালপুর উচ্চ বিদ্যালয় এ্যালামনাই কর্তৃক
মোহনপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীর মোহনপুরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া ব্যতিক্রমধর্মী মানবকল্যাণমুখী সংগঠন “গোপালপুর উচ্চ বিদ্যালয় এ্যালামনাই”। ২০১৭ সালে মেধাবী তরুনের হাত ধরে গড়ে উঠে ‘সোনার তরী’ নামে। পরবর্তীতে ২০২০ সালের ১২ জুন তারিখে সময়ের প্রয়োজনে ‘সোনার তরী’ নামটি পরিবর্তিত হয়ে সংগঠণটি মেধাবী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিদায়ী শিক্ষকদের বিদায়, ঈদ পূনর্মিলনীসহ অসহায়, হতদরিদ্র শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার দৃঢ় ও দৃপ্ত প্রত্যয় নিয়ে কাজ করছে একঝাক তারুন্য নির্ভর কমিটি।
৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন এমপি হাত ধরে শুরু হওয়া মেধাবীদের মূল্যায়ন ও সংবর্ধনার ধারাবাহিকতায়, প্রতি বছরের ন্যায় এবারো ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিদ্যালয়টি থেকে উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ৩ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় ২ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপহার হিসেবে দেওয়া হয়েছে কিছু মহামূল্যবান বই । করোনা মহামারীর এই দুঃসময়ে সংক্ষিপ্ত পরিসরের এই অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ছিলেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাদিম মোস্তফা। সংবর্ধনাকালে তিনি বলেন, গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা মিমি,মারুফের মতো মেধাবীরাই আগামী দিনে সমাজকে আলোকিত করবে। তারা দেশকে এনে দেবে গৌরবান্বিত সাফল্য। মেধা ও পরিশ্রম ধরে রেখে লক্ষ্য অর্জনের অগ্রযাত্রায় গোপালপুর উচ্চ বিদ্যালয় এ্যালামনাই পরিবার সর্বদা থাকবে তাদের জন্য বটবৃক্ষের ছায়ার মতো থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন সভাপতি। পৃথিবীর সংকটময় আধার কেটে আলো ফিরে আসুক। কোন এক রৌদ্রোজ্জ্বল দিনে ওদের মত আরো মেধাবীদের নিয়ে বড় পরিসরে অনাড়ম্বর অনুুুুষ্ঠাণ উদযাপন করবে গোপালপুর উচ্চ বিদ্যালয় এ্যালামনাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ আল-আমিন বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ জান্নাতুন নেছা সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম দুখু, সাগর ইসলাম অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান এবং দপ্তর বিষয়ক সম্পাদক ইকবাল পলাশসহ আরো অনেকে।
আরপি/ আআ-০৩
আপনার মূল্যবান মতামত দিন: