রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বাগমারায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত


প্রকাশিত:
১৯ জুন ২০২০ ২২:৫৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:০৮

ছবি: বাগমারায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

রাজশাহীর বাগমারায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই গরু ব্যবসায়ীর নাম মিষ্টার জিন্নাহ (৪০)। সে উপজেলার বালানগর গ্রামের ইসমাইল হোসেনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মিষ্টার গ্রামের ভুটভুটি (লছিমন) করে অন্যদের সাথে গরু নিয়ে তাহেরপুর হাটে যাবার উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টার দিকে রওনা দেয়। পথে বালানগর-গোপালপুর সড়কের গোপালপুর আলিম মাদ্রাসা গেটের নিকটে ইট ভর্তি দন্ডমান ট্রলিকে সাইড দিতে ভুটভুটির একটি চাকা পিচের নীচে মাটিতে বসে পড়ে।

এতে গরু ভর্তি ভুটভুটি উল্টে গিয়ে পাশের মেহগুনি গাছে বেধে যায়। ভুটভুটির চালকসহ অন্য ব্যবসায়ীরা পালাতে সক্ষম হলেও ঘটনার স্থলের গাছের চাপায় পড়ে মিষ্টারের মাথা গলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে নিহত গরু ব্যবসায়ী মিষ্টারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ পিতা-মাতা বার বার মূর্”ছা যাচ্ছেন।

অপরদিকে, স্থানীয় এলাকাবাসীর দাবী বরাবরই ভুটভুটি- ভ্যান গাড়ি গুলো বেপোয়ারা চলাচল করে। তাদের অবহেলার দরুন অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। ভবিষ্যতে নামমাত্র এই অদক্ষ ট্র্যাস্কবিহীন ভুটভুটি ড্রাইভারদের অবহেলা ও গাফিলতিতে হতে রক্ষা পেতে স্থানীয়রা আইন শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top