ডেঙ্গু
এটিসহ দু’জনের মৃত্যু হলো এ হাসপাতালে

এবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
ওই নারীর নাম শাপলা খাতুন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী।
এর আগে, একই রোগে গত ১২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদরের এক ব্যক্তির মৃত্যু হয় এ হাসপাতালে। এতে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হলো।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাপলা খাতুন। কিন্তু ধীরে ধীরে তার কিডনী বিকল হয়ে পড়ে। এতে তিনি মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালটিতে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৫ জন ডেঙ্গু রোগী।
এর আগে, গত ১২ আগস্ট এ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আব্দুল মালেক (১৯) মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা ছিলেন। তবে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ঈদ উপলক্ষে রাজশাহী আসেন। এরপর তার অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরপি/এসআর
বিষয়: ডেঙ্গু মৃত্যু রামেক হাসপাতাল নারী
আপনার মূল্যবান মতামত দিন: