নাচোলে করোনারোগী অবস্থানের খবরে এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনারোগী অবস্থানের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ খবরে বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সরেজমিনে গিয়ে নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের (পাইলট উচ্চবিদ্যালয় এর সংলগ্ন পশ্চিমে) একটি বাড়ী লকডাউন ঘোষণা করেন।
ওই বাড়ীটিতে এক চশমা ব্যবসায়ী ভাড়া থাকেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত এই বাড়ীটিতে ভাড়া সংগ্রহের জন্য গত মঙ্গলবার (৫ মে) নাচোলে এসে ওই বাড়ীতে কিছু সময় অবস্থান করেছিলেন।
সেই কারণে বাড়ীটি রকডাউন করা হয়েছে।সে ব্যক্তি যে করোনায় আক্রান্ত সেটি তিনি নাচোল আসার সময় জানতোনা। এদিকে, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও তোফাজ্জল হোসেন জানান, তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জনের করোনা পজিটিপ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন স্বাস্থ্য সহকারী পরিদর্শক তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায়।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: