রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে

গুজর ঘাটে সিঁড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন


প্রকাশিত:
৬ মে ২০২০ ০২:০২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৩

সিঁড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর এলাকার গুজর ঘাটের নতুন সিঁড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় ওই ঘাটের শতবর্ষী এক বটগাছের গোড়া বাঁধায় কাজ ও ঘাটের সীমানা প্রাচীর নির্মানেরও উদ্বোধন করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুজর ঘাট এলাকা পরিদর্শণ করেছিলেন।

সেই সময় তাকে দূর্গাপুর, নয়াগোলা, যাদুপুর, নসিপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ গ্রাম অঞ্চল থেকে শহরে যেতে গুজর ঘাট ব্যবহারের কথা বলা হয়েছিলো। তখন তিনি ঘাটের দুই পাড়ের উন্নয়নের জন্য যা যা করণীয় তা করতে ঘোষণা দিয়েছিলেন।

সে ফলশ্রুতিতেই বৃষ্টিতে ঘাটের উঠানামার সমস্যা সমাধানের জন্য এলাকার চেয়ারম্যান হিসেবে জণগণের চলাচলের সুবিধার্থে ঘাট এলাকায় নতুন সিঁড়ি নির্মাণ ও মধ্যবর্তীস্থান দিয়ে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।

এ ছাড়াও দুই পাড়ে সুরক্ষা সীমানা প্রাচীরও নির্মাণ করা হবে।এ সময় বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ হাম্মাদ রাজিব জানান, নদীর পাড়ে অর্ধ শতবর্ষী একটি বটগাছ আছে। যা নদীতে প্রায় বিলিন হবার উপক্রম হয়েছে।

এটির সুরক্ষা নিশ্চিত করতেই গাছের গোড়া বাঁধাই করা হচ্ছে। এছাড়া উপরে ছাউনি দিয়ে বসার ব্যবস্থাও করা হবে। আর তাই এ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ঘাট ব্যবহারকারীদের সাময়িক অসুবিধাতে দুঃখ প্রকাশ করে সকলকে সহায়তা প্রদাণের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম। 



আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top