রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে

চোলাইমদসহ আটক ১


প্রকাশিত:
২ মে ২০২০ ০৩:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় চোলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার (১মে) বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মো. শাহিন (৪৫) হলেন জেলার সদর উপজেলার চাঁদলাই জোড় বাগান এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

অভিযানে কালে ৪৭.২ লিটার চোলাই মদ উদ্ধার করে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক ব্যাক্তি একজন মাদক ব্যবসায়ী। চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি অটো রিক্সাকে তল্লাশির নিমিত্তে থামানোর সংকেত দিলে রিক্সা থেকে মাদক ব্যবসায়ী শাহিন দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে তাকে আটক করে তার হেফাজতে রাখা ১১৮ টি বোতলে ৪ শত মি.লি. করে মোট ৪৭.২ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং এ কাজে ব্যবহৃত অটো রিক্সাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাহিন দীর্ঘদিন ধরে আমনুরা ঘাঁটি থেকে দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে এসে খুচরা বিক্রয় করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top