রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:৪০

 বিজিবির অভিযানে আটককৃত মালামাল

রাজশাহী জেলার দামকুড়া থানাধীন খোলাবোন নামক স্থানে টহল পরিচালনা করে ৯৬ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১ টি মিষ্টি কুমড়া এবং ০১ টি পুরাতন বাইসাইকেল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (১ বিজিবি)।

শনিবার দিবাগত  রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদ উদ্দিন সাথে তিন জনের একটি নিয়মিত টহল দল এসব আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯,৮৫০/-(ঊনত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের (পিএসসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top