রাজশাহী পলিটেকনিকের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ ও সৌন্দর্য্য বর্ধন কার্যক্রমের উদ্বোধনের করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির চত্বরে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সকালে প্রথমে ফিতা কেটে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের করেন মেয়র। এরপর বৃক্ষরোপণ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সৌন্দর্যবর্ধন কার্যক্রম ঘুরে দেখেন। পরে এসব কার্যক্রম উপলক্ষে পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাসিকের ১২ প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল আলতাব হোসেনসহ ৮টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন, সাধারণ সম্পাদক রাশেদ রহমান প্রমুখ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: