রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

সমাবেশের মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাদের রক্ষা করেন।


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৩

আপডেট:
২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০০

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমাবেশের মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাদের রক্ষা করেন। বৃহস্পতিবার বিকালে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরোও পড়ুন:তিন হাজার কোটি টাকা অনুমোদন, বদলে যাবে রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এ জন্য মেয়র হিসাবে লিটনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে নগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এসময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় কর্মীরা তাকে ধরে রক্ষা করেন।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা জানান, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে উঠে গেলে মঞ্চ ভেঙে যায়। এসময় মেয়রও পড়ে যেতে লাগলে কর্মীরা ধরে ফেলেন। তবে তিনি বাম পায়ে আঘাত পেয়েছেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top