রাজশাহী বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রুয়েটে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনে রাসিক মেয়র


প্রকাশিত:
২৭ আগস্ট ২০১৯ ০৫:৫৫

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১৪:২৭

ছবি: বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন কালে  রাসিক মেয়র মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার বেলা ১২ টার দিকে ফলক উন্মোচন এবং ফিতা কেটে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনে স্থাপিত এই ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন কালে রাসিক মেয়রের সঙ্গে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ, রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বঙ্গবন্ধু কর্ণার স্থাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়ালসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,বিভাগীয় প্রধানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ,শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

আরপি / বি

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top