রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বাঘায় জাতীয় যুব দিবস পালিত


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩ ০০:০১

আপডেট:
২ মে ২০২৪ ০৪:২০

ছবি: র‌্যালি

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক,বাঘা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, নারী উদ্যোক্তা আদরি বেগম, শাপলা খাতুন প্রমুখ।

আরও পড়ুন: রোববার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোচনার শুরুতেই সহকারী যুব উন্নয়ন কর্র্কতা রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফজালুর রহমান । আলোচনা সভা শেষে গরু পালন,হাঁস-মুরগি,পোষাক তৈরি ও মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে উনিশ জনের মধ্যে ৯ লাখ চল্লিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফজালুর রহমান জানান, তাছাড়াও সফল আত্নকর্মীদের মাঝে পুরুস্কার ও দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top