রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

আমের বাগানে ২ শতাধিক ফেনসিডিল, রেহাই হলো না যুবকের


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৭:৩৩

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীর চারঘাট থেকে ২১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে চারঘাট উপজেলার পাশুন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারাবারির নাম আরিফুল ইসলাম জনি ওরফে জনি আলম (৩২)। তিনি রাজশাহী নগরীর বেলপুকুর থানার কাজিরপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

আরও পড়ুন: জঙ্গি সংগঠন ‘তাওহিদুল উলুহিয়্যাহ’র আত্মপ্রকাশ, নতুন বছরে হামলার ছক

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, আরিফুল ইসলাম জনি ওরফে জনি আলম নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের ওই টিম শুক্রবার রাতে ওই বসতবাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে জনিকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জেলার চারঘাট উপজেলার পাশুন্ডিয়া গ্রামে আমবাগানের ভেতরে ফেনসিডিল সংরক্ষণ রাখা আছে। পরে র‌্যাবের টিম ও আসামিসহ সেখানে পৌছে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top