ট্রাকচাপায় সড়কেই ঝড়ল রাজশাহী কলেজ ছাত্রের প্রাণ

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শান্ত হাসান (২২) নামের এক রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত হাসান বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই শান্ত মারা যান। এর আগে বিকেলে সদর উপজেলা মোড় সংলগ্ন সড়কে ট্রাকের চাকায় তিনি আহত হন।
আরও পড়ুন: সক্রিয় মৌসুমি বায়ু, বৃষ্টিপাত বাড়ার আভাস
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তার মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন।
পরে শান্তকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
আরপি/এসআর-০৭
বিষয়: সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: