রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২

ইন্টারনেট অফিসে চলছিল জুয়ার আসর, আটক ১০


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৪

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ০৫:২১

ছবি: আটক জুয়াড়িরা

রাজশাহীর একটি ইন্টারনেটের অফিসে জুয়ার আসর বসানোর অভিযোগে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর মোড়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাসসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বইয়ের ভেতরে মিললো আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেফতার ১

আটকরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মামুনুর রশীদ (৪২), শিওন (২৮), মিনারুল ইসলাম, আমিনুল ইসলাম শান্ত (২৬), মনিরুল ইসলাম নয়ন (৩৬), রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার তুহিন (৩৬), মানিক (৪০), ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনির আশরাফুল ইসলাম (৩৮)।

বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল লাবীব ইন্টারনেটের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: জুয়াড়ি


আপনার মূল্যবান মতামত দিন:

Top