রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

বইয়ের ভেতরে মিললো আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেফতার ১


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৬:৩৩

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীতে অভিনয় কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে আগ্নেয়াস্ত্র বহনের প্রস্তুতির সময় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজশাহী মহানগরীর কাটাখালির আবাহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) র‌্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার সাদ্দাম হোসেন নগরীর মতিহার থানার ধরমপুর পূর্ব পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

আরও পড়ুন: সংসদের ২৮ এমপি মারা গেছেন, ২৬ জনই আ.লীগের: সংসদে প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস (আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্র ব্যবসায়ী মো. সাদ্দামকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপারে মোড়ানো পাঞ্জেরি মাধ্যমিক বাংলা প্রথমপত্র বই এর ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রাখা ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই অস্ত্র ব্যবসায়ী অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের এসব গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়।

পরে থানা পুলিশের মাধ্যমে এই অস্ত্র ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top