রাজশাহী জেলা পরিষদের আয়োজনে শোক দিবস পালন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সিএন্ডবি মোড় এলাকায় এবং জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান।
মীর ইকবাল বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আজ অপরিমেয় শোকাহত চিত্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ বরণকারী তার পরিবার-পরিজনকে। এই দিনে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে জাতির জনক এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় আল্লাহতালার অশেষ কৃপায় প্রাণে বেঁচে যান। ঐ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা যদি বাংলাদেশে থাকতেন, তাহলে সেই দিন তারা দুইজনেও প্রাণ হারাতেন। ১৫ আগস্ট যে সকল সেনাসদস্যগণ বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করেছিল, আমি তাদের বিপথগামী সেনা বলবো না, এরা শয়তান সেনা সদস্য। শয়তান ছাড়া পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য কাজ মানুষের পক্ষে করা সম্ভব ছিলনা।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ঐদিন বাংলাদেশের শয়তান সেনা সদস্যই বঙ্গবন্ধুকে হত্যা করেনি। এদের ব্যবহার করে বিদেশী কিছু অপশক্তি। এই বিদেশী অপশক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। তাই দেশবাসীর নিকট অনুরোধ করছি, ২০২৪ এর জাতীয় নির্বাচনে নৌকার শক্তিকে শক্তিশালী করে বাংলাদেশ আওয়ামী লীগের জয় নিশ্চিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে এদেশ থেকে জামায়ত-বিএনপি‘র মত স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ধ্বংস করতে হবে।
আলোচনা সভায় রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাইনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল।
আরপি/এসআর-১৮
বিষয়: শ্রদ্ধাঞ্জলি জাতীয় শোক দিবস
আপনার মূল্যবান মতামত দিন: