বসতবাড়িতে মিলল দুই লাখ টাকার ফেনসিডিল

রাজশাহীতে অভিনব কায়দায় বসতবাড়িতে ফেনসিডিল সংরক্ষণের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তার কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
শনিবার (৮ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ এপ্রিল) বিকেলে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারাবারির নাম বাবলু মন্ডল (৩৫)। তিনি চারঘাট উপজেলার শিবপুর এলাকার বাদল মন্ডলের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, চারঘাট উপজেলার শিবপুর এসকে বাদাল গ্রামের মাদক কারবারি বাবলু মন্ডল নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে মজুদ রেখেছে।
খবর পেয়ে র্যাবের ওই টিম বাবলু মন্ডলের বাড়ি তল্লাশির জন্য পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চারঘাট থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: