চারঘাটে অস্ত্র-ম্যাগাজিনসহ গ্রেফতার এক
রাজশাহীতে অস্ত্র সংরক্ষণের সময় এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি লোহার পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।
রোববার (২৬ মার্চ) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার অস্ত্র কারবারির নাম জান মোহাম্মদ (৫০)। তিনি চারঘাট উপজেলার চামটার মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছীতে অভিযান চালায়। এসময় একটি লোহার পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলিসহ আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি/এসআর-১৯
আপনার মূল্যবান মতামত দিন: