রাজশাহী সোমবার, ১১ই নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১

ভেজাল গুড় তৈরি, চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৩ ০০:৫৪

আপডেট:
১৮ জানুয়ারী ২০২৩ ০১:০৩

ছবি: ভেজাল গুড়

রাজশাহীর বাঘা উপজেলার কয়েকটি গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে চার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আটঘরি মনিগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার রাতে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর বাঘা উপজেলার আটঘরি মনিগ্রামে কয়েকজন গুড় ব্যবসায়ী লোক চক্ষুর আড়ালে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন।

এর প্রেক্ষিতে র‍্যাবের ওই দল সোমবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ ও গুড় তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ভেজাল গুড় প্রস্তুতকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভেজাল গুড় প্রস্তুতকারীরা হলেন একই এলাকার মৃত খেজের উদ্দীন প্রামানিকের ছেলে এনামুল হক (৩৫) ও রেজাউল করিম (৩২), মৃত ছোবাহান প্রামানিকের ছেলে রকছেদ আলী (৪৫) ও মৃত খেজের উদ্দীন প্রামানিকের ছেলে কুদ্দুস আলী (৪০)।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় ও উদ্ধারকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top